Site icon অবিশ্বাস

বগুড়ায় বাসের ধাক্কায় নৈশ প্রহরী নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি বাসের ধাক্কায় আফসার আলী প্রামানিক (৬৫) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। শনিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেতগাড়ি বন্দর কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আফসার আলী আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামের মৃত গ্যান্দা প্রামানিকের ছেলে।

শাজাহানপুর উপজেলার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির টিএসআই গোলাম মোস্তফা ও স্থানীয়রা জানান, আফসার আলী বেতগাড়ি বন্দর পরিচালনা কমিটির নৈশ প্রহরী ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে আফসার আলী বেতগাড়ি লিচুতলা এলাকায় মহাসড়ক পার হবার চেষ্টা করছিলেন। এসময় অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলা ট্রিবিউন

Exit mobile version