Site icon অবিশ্বাস

বগুড়ায় বাড়ি ফেরার পথে শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

বগুড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক শিশুকে ধর্ষণের অভিযোগে নাসির শেখ (৩৫) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে শিশুটির মা বাদী হয়ে ১৩ নভেম্বর বুধবার রাতে সদর থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঁঞা জানান, মামলা রেকর্ড হওয়ার পরপরই পুলিশি তৎপরতায় আসামি নাসির শেখকে গ্রেপ্তার করা সম্ভব হয়। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তার নাসির খান্দার এলাকার মীর কাশেম শেখের ছেলে ও মুদি দোকানি।

এসআই মঞ্জুরুল জানান, খান্দার এলাকার একটি কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী ১৩ নভেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। এ সময় নাসির কৌশলে তাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায় ওই স্কুলছাত্রী। পরে বাড়িতে গিয়ে তার বড় বোন ও মাকে ঘটনাটি জানায়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে সদর থানায় মামলা দায়ের করার পর বগুড়া শহরের খান্দার এলাকা থেকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

ইউএনবি

Exit mobile version