Site icon অবিশ্বাস

বগুড়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

বগুড়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গোপাল মোহন্ত (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গোপাল ওই এলাকার রবি মোহন্তের ছেলে।

জানা গেছে, প্রতিবেশী ওই শিশুটি বিকেলে বাড়ির সামনে খেলা করছিল। এ সময় গোপাল তাকে পাশেই নিজের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে তার মা ও প্রতিবেশীরা সেখানে গেলে গোপাল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে অভিযুক্ত গোপালকে আটক করে।

সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, ভিকটিমের বাবা থানার অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত যুবককেও আটক করা হয়েছে।

বি বার্তা

Exit mobile version