বগুড়া-১ আসনে প্রচারণা চালানো নিয়ে ঐক্যফ্রন্ট ও মহাজোটের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোনাতলা উপজেলার চরপাড়া বাজার এলাকায় ২০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া এই সংঘর্ষের জের সন্ধ্যা পর্যন্ত চলে। সন্ধ্যার পর থেকে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় পুলিশের রাবার বুলেটে অন্তত ১০ জনের আহত হবার খবর পাওয়া গেছে।
বগুড়া-১ আসনে ঐক্যফ্রন্ট-মহাজোট সমর্থকদের সংঘর্ষ
