Site icon অবিশ্বাস

বঙ্গবন্ধুকে নিয়ে টিকটক, খুলনায় ডিজিটাল আইনে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয় ছাত্র

২০০ টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে টিকটক ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করায় খুলনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

৯ আগস্ট সোমবার রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় মামলা করেন খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি রণবীর বাড়ৈ সজল।

গ্রেপ্তার তানজির নগরীর স্যার ইকবাল রোডের বাসিন্দা আজমল হোসেনের ছেলে। তিনি খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সিএসইর ছাত্র।

মামলার নথির বরাত দিয়ে খুলনা সদর থানার ওসি হাসান আল-মামুন জানান, ২০০ টাকার নোটে ছাপানো বঙ্গবন্ধুর ছবি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে তৈরি করা টিকটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছিলেন তানজির। এ ঘটনায় মামলা হলে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

সমকাল

 

Exit mobile version