Site icon অবিশ্বাস

বযলুল রহমানের “জিজ্ঞাসা” বই নিষিদ্ধ

 

‘জিজ্ঞাসা’ নামক এক গ্রন্থ প্রকাশিত হয় ১৯৬৮ সালে। বইটির লেখক ছিলেন বযলুর রহমান। যিনি নিজে একজন আধ্যাত্মিক সাধক হয়েও ইসলাম সম্পর্কে এমন কিছু প্রশ্ন তোলেন যা ঐ সময়ের সমাজকে প্রবল এক ধাক্কা দেয়। বইটিতে তিনি নিজেই সেসব প্রশ্নের জবাব লিখেছিলেন যেসব জবাব পড়ে তৎকালীন শরিয়তপন্থী মাহমুদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের একজন তথা জামে এবাদুল্লাহ মসজিদের খতিব জনাব ইয়াসিন তার এই বইয়ের বিরুদ্ধে ১৯৬৮ সালে বরিশালে মিছিল করে বইয়ের কপি পোড়ানো হয়। মিছিল নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছিলো। অবশেষে তৎকালীন পাকিস্তান সরকার বইটি নিষিদ্ধ করতে বাধ্য হয়।

Exit mobile version