Site icon অবিশ্বাস

বরগুনার তালতলীতে শিকল দিয়ে বেঁধে মাদ্রাসা ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের অংকুজানপাড়ায় কারিমিয়া হাবিবিয়া মাদ্রাসায় এক ছাত্রের গলা ও পায়ের গোড়ালিতে শিকল দিয়ে বেঁধে ৩/৪দিন ধরে নির্যাতন করার অভিযোগে মাদ্রাসাটির প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

অংকুজানপাড়ায় কারিমিয়া হাবিবিয়া মাদ্রাসায় ছাত্রদের শাসনের নামে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। শিক্ষকদের এমন অমানবিক নির্যাতনের শিকার হয়ে অধিকাংশ ছাত্রই মাদ্রাসায় না এসে পালিয়ে বেড়ায়। এমনই একটি অভিযোগ করেন গ্রামের আবদুর রহমান। তার ১২ বছরের পুত্র মোঃ ইব্রাহিমকে মাদ্রাসার একটি কক্ষে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। গোপন সূত্রে খবর পেয়ে ১১ মার্চ রবিবার রাতে বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার বিষয়টি তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে অবহিত করেন। তালতলী থানার পুলিশ রবিবার রাতেই শিকলবন্দী শিশুটিকে উদ্ধার করে। পরে পুলিশ ঐ রাতেই মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক হাফেজ মোঃ ফোরকান হাওলাদারকে গ্রেফতার করে।

এ ব্যাপারে নির্যাতনের শিকার মোঃ ইব্রাহিমের নানা মোঃ হারুন বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত শিক্ষক হাফেজ মোঃ ফোরকান হাওলাদারকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলে প্রেরণের নির্দেশ দেয়।

জনকণ্ঠ

Exit mobile version