Site icon অবিশ্বাস

বরগুনায় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বরগুনা প্রেস ক্লাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করায় মাহবুবুল আলম মান্নু নামে এক সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ। মাহবুবুল আলম মান্নু আমাদের সময়ের বরগুনা জেলা প্রতিনিধি।

 

জানা গেছে, বরগুনার হোমিও ডাক্তার আবুল কালাম আজাদ কিছু হোমিও ওষুধ নিয়ে পিপিই পরে ৪ জুন বরগুনা প্রেস ক্লাবে হাজির হন। ডাক্তার বলেন, এই হোমিও ওষুধ খেলে করোনা আক্রান্ত হবে না। প্রেস ক্লাবের সভাপতি সঞ্জিব দাস ও সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ ওই ডাক্তারকে বিশ্বাস করে তার ওষুধ নিয়ে সামাজিক যোগাযোগে পোস্ট দেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, ডাক্তার আবুল কালাম আজাদের দোকানে করোনার ওষুধ পাওয়া যাবে। ওই স্ট্যাটাসে মাহবুবুল আলম মান্নু লিখেছেন, বরগুনা প্রেস ক্লাবের কর্ণধারদের কত টাকায় বুকিং করেছে ডাক্তার আজাদ, করোনার ওষুধ পাবলিসিটি করতে। এতে প্রেস ক্লাবের সদস্যরা রুষ্ট হয়ে ৫ জুন বরগুনা থানায় মান্নুর বিরুদ্ধে আবু জাফর মো. সালেহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

সালেহ  বলেন, বরগুনা প্রেস ক্লাব ঐতিহ্যবাহী আদি সংগঠন। একটি প্রতিষ্ঠানকে নিয়ে মানহানিকর পোস্ট দেয়া ঠিক হয়নি মান্নুর।

মাহবুবুল আলম মান্নু  বলেন, হোমিও ওষুধটি নাকি জার্মানির। যদি এই ওষুধে করোনা ভালো হয়, তাহলে জার্মানে করোনায় এতলোক মারা গেল কেন। সরকার অনুমোদনবিহীন ওষুধ প্রেস ক্লাবের কর্তাব্যক্তিরা বিজ্ঞাপন দিয়েছেন। এটা আইনত অপরাধ। আমিও বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছি।

বরগুনা থানার ওসি তরিকুল ইসলাম অরুণ  বলেন, মামলাটি বুধবার রাতে রেকর্ড করা হয়েছে।

যুগান্তর

Exit mobile version