Site icon অবিশ্বাস

বরিশালের উজিরপুরে স্কুল ছাত্রীকে অপহরন করে ধর্ষণ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়াগাভা গ্রামের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরন করে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মামলা দায়েরর সত্যতা স্বীকার করেছেন থানার ওসি আলী আরশাদ।

 

এর আগে বুধবার দিবাগত রাতে নির্যাতিতা শিক্ষার্থীর বাবা বাদি হয়ে দুই যুবকের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলো-পাশ্ববর্তী গড়িয়া গ্রামের জামাল ঘরামীর পুত্র জসীম ঘরামী (৩২) ও বাবুল রাঢ়ীর পুত্র ইসমাইল রাঢ়ী (২৮)।

এজাহারে জানা গেছে, গড়িয়াগাভা গ্রামের নির্যাতিতা ওই স্কুল ছাত্রীকে পাশ্ববর্তী গড়িয়া গ্রামের জসীম ঘরামী দীর্ঘদিন থেকে যৌণ হয়রাণী করে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত ৩ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নির্যাতিতা শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হয়। এসময় জসীম ঘরামী ও তার সহযোগি ইসমাইল রাঢ়ী ওই ছাত্রীকে অপহরণ করে ইসমাইলের বাসায় নিয়ে যায়। সেখানে ইসমাইলের সহযোগিতায় ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে জসীম। উজিরপুর মডেল থানার ওসি মোঃ আলী আরশাদ বলেন, মামলার আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

জনকণ্ঠ

Exit mobile version