Site icon অবিশ্বাস

বরিশালের গৌরনদীতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের অভিযোগ

বরিশালের গৌরনদীতে এক তালাকপ্রাপ্ত নারীকে (২৭) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জেলার আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম এলাকার ওই নির্যাতিতার মা বাদী হয়ে একমাত্র অভিযুক্ত জুয়েল কাজীকে আসামি করে মামলা করেছেন।

জুয়েল আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের মৃত কিরু কাজী’র ছেলে। রবিবার দুপুরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, তালাকপ্রাপ্ত ওই নারী ও তার ১০ বছরের কন্যা সন্তানকে নিয়ে গত তিন বছর ধরে গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে দাদন মিয়ার বাসায় ভাড়া থাকছেন। এ সুযোগে জুয়েল ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভন দেখিয়ে জুয়েল কিছু দিন ধরে ওই নারীকে ধর্ষণ করে আসছিলো। সবশেষ গত ২ ফেব্রুয়ারি ওই নারীকে ধর্ষণ করে জুয়েল। রবিবার দুপুরে শেরে-ই বাংলা মেডিকেলে ওই নারীর ডাক্তারি পরীক্ষা এবং আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়। মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

বিডি প্রতিদিন

Exit mobile version