Site icon অবিশ্বাস

বরিশালের মুলাদীতে ধর্ষন মামলায় মসজিদের ইমাম গ্রেফতার

বরিশালের মুলাদীতে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন মামলায় চরলক্ষ্মীপুর মোল্লা বাড়ি জামে মসজিদের ইমাম ফাহিম হাওলাদার (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।

২১ মার্চ শনিবার রাতে মুলাদী থানার এসআই খলিলুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরলক্ষ্মীপুর এলাকা থেকে ফাহিম হাওলাদারকে গ্রেফতার করে গতকাল সকালে জেলহাজতে প্রেরণ করে। ফাহিম হাওলাদার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বাংলামোটর পূর্বকান্দি গ্রামের খলিল হাওলাদারের পুত্র। সে মসজিদে ইমামতির পাশাপাশি চরলক্ষ্মীপুর ফাযিল মাদরাসা ৮ম ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় ধর্ষন করে। বিষয়টি জানাজানি হলে ফাহিম হাওলাদার গা ঢাকা দেয়।

ওই ছাত্রীর পিতা বাদী হয়ে ২১ মার্চ শনিবার অভিযুক্ত ইমামের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে।

সূত্র

 

Exit mobile version