Site icon অবিশ্বাস

বরিশালের হিজলায় শিশুর মুখে গামছা বেঁধে ধর্ষণ

বরিশাল জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের চর নরসিংহপুর গ্রামে দ্বিতীয় শ্রেনিতে পড়ুয়া আট বছরে এক শিশুর মুখে গামছা বেঁধে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার ওই শিশুকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৪ নভেম্বর  রবিবার সকালে ঘটনার সত্যতা স্বীকার করে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, ওই গ্রামের এক দিনমজুরের মাদ্রাসায় পড়ুয়া দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ২৩ নভেম্বর শনিবার রাতে শিশুর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। এজাহারের বরাত দিয়ে ওসি জানান, গত ২২ নভেম্বর সকাল ১০টার দিকে শিশুটি বাড়ির পাশের পানের বরজে কাছ দিয়ে যাচ্ছিলো। এসময় ওই পান বরজে শ্রমিকের কাজ করা একই গ্রামের ওয়াহেদ মাঝির পুত্র নাসির মাঝি (৩০) কৌশলে শিশুটিকে পান বরজের মধ্যে নিয়ে যায়। একপর্যায়ে শিশুর মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে তার দাদির কাছে ঘটনা খুলে বলে। তাৎক্ষনিক ওই শিশুকে প্রথমে হিজলা উপজেলা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জনকণ্ঠ

Exit mobile version