Site icon অবিশ্বাস

বরিশালে ‘জেএমবি’র সক্রিয় জঙ্গি আটক

বরিশালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক জঙ্গিকে আটক করেছে র‌্যাব। ১৮ ডিসেম্বর শনিবার দুপুরে বরিশাল নগরীর বাংলাবাজার থেকে তাকে আটক করা হয়।

আল ইমরান হোসেন (২৭) নামের ওই জঙ্গি মেহেন্দিগঞ্জ উপজেলার সলদী গ্রামের বাসিন্দা কাজী আলমগীর হোসেনের ছেলে।

শনিবার সন্ধ্যায় র‌্যাব-৮-এর সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক আল ইমরান হোসেন জেএমবির দাওয়াতি সদস্য। ২০০৯ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন সে।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি জেএমবির কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মেজর সজিবুল ইসলাম বলেন, পরিচয় গোপন রেখে ছদ্মবেশে ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে জেএমবির পক্ষে দাওয়াতের কাজ পরিচালনা করে আসছেন ইমরান।

বিডি নিউজ

Exit mobile version