Site icon অবিশ্বাস

বরিশালে বিএনপির তাণ্ডব : সংখ্যালঘুদের নির্যাতন হুমকি বাড়িঘরে হামলা ভাংচুর চলছে দখল পাল্টাদখল

বরিশালে বিএনপি কর্মীরা বিভিন্ন স্থানে তাণ্ডব শুরু করেছে। তারা সংখ্যালঘুদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে বিএনপি কর্মীরা নগরীর ভাটিখানার সংখ্যালঘু এলাকার ব্যা̈বসায়ীদের দোকানপাটে ইটপাটকেল নিক্ষেপ করে, দোকানে লাঠি দিয়ে আঘাত করে আতঙ্কের সৃষ্টি করে। এখানকার সাহাপাড়া, ঘোষবাড়ি, বোসবাড়িতে সংখ্যালঘু সম্প্রদায়কে নৌকায় ভোট দেবার অভিযোগ এনে নানা ভাবে হুমকি ও আতঙ্কের সৃষ্টি করা হয়েছে। এখানকার মুন্সিবাড়ী গলির আওয়ামী লীগের এক সংখ্যালঘু নারী কর্মীকে ২৪ ঘন্টার মধ্যে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অপর এক নারী আওয়ামী লীগ কর্মীকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে। বরিশাল নগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা-হুমকির নিন্দা করেছেন। বিএনপি সমর্থকরা মঙ্গলবার সন্ধ্যায় খাঞ্জাপুর ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী বাবু দত্তর বাড়ীতে হামলা করে। তারা ঐ বাড়িতে হামলা ও ভাংচুর করে। এমনকি তারা এখানকার খ্যাতনামা পল্লী চিকিৎসক বাবু দত্তের বৃদ্ধ বাবা পরেশ দত্তকে মারধর করে।

দৈনিক জনকন্ঠ, ৪ অক্টোবর ২০০১
কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

Exit mobile version