Site icon অবিশ্বাস

বরিশালে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, ঘরবাড়ি ভাংচুর

বরিশাল সদর উপজেলার চন্দমোহনে আদালতের নির্দেশ অমান্য করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা, হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে একই এলাকার নিত্যানন্দ পাথর ও বিএনপির সভাপতি ফয়সাল রাঢ়ী বিরুদ্ধে।

 

গত ২০ ফেব্রুয়ারী বিকালে ফয়সাল এবং নিত্যানন্দ পাথর তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বিজেন্দ্র মাঝির ঘর ভাংচুর করে। খবর শুনে তার ভাই দিনেশ মাঝি এসে প্রতিবাদ করলে তার ঘর ও ভাংচুর করে এবং প্রাননাশের হুমকি দেয়।

পরে তারা বন্দর থানা পুলিশকে জানালে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও কোন আইনী ব্যাবস্থা করেনি। উল্লেখ্য, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বিজেন্দ্র মাঝি ও দিনেশ মাঝির পৈত্তিক সম্পত্তি র্দীঘ বছর ধরে দখল করার পায়তারা চালিয়ে আসছে ঐলাকার ফয়সাল এবং নিত্যানন্দ পাথর।

সূত্র

Exit mobile version