Site icon অবিশ্বাস

বসিলায় ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে কমপক্ষে ২ জন নিহত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানায় বিস্ফোরণে কমপক্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান জানান, জঙ্গি অবস্থানের তথ্য জানার পরিপ্রেক্ষিতে বসিলার মেট্রো হাউজিং প্রজেক্টের একটি এক তলা টিনশেড বাড়িকে ঘিরে অভিযান শুরু করার পর গতকাল (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটা থেকে পৌনে পাঁচটার মধ্যে সেখানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান টের পেয়ে ভোররাত সাড়ে তিনটার দিকে বাড়িটির ভিতরে একাধিক হাতে তৈরি বোমা আইইডি (ইমপ্রুভড এক্সপ্লোসিভ ডিভাইস)-এর বিস্ফোরণ হয়।

এরপর, ভোর পৌনে পাঁচটার দিকে সেখানে আরেকটি বড় বিস্ফোরণ হয়। তারপর থেকে র‌্যাব সদস্যরা বাড়িটিকে ঘিরে অবস্থান নিয়েছে বলেও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান মাহমুদ খান।

অভিযানে অংশ নেওয়া অপর এক র‌্যাব সদস্য দ্য ডেইলি স্টারকে জানান, বাড়িটির ভিতরে থাকা কমপক্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

“বিস্ফোরণে তাদের শরীর উড়ে গেছে। আমরা ধারণা করছি যে সেখানে দুইজনের মৃতদেহ রয়েছে এবং তারা বিস্ফোরণ ঘটিয়ে মারা গেছেন”, যোগ করেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত, বোমা নিষ্ক্রিয়করণ দল জায়গাটিতে তল্লাশি চালাচ্ছে।

এ ঘটনায় ওই বাড়ির তত্ত্বাবধায়ক ও নিকটস্থ মসজিদের এক ইমামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডেইলি স্টার

 

Exit mobile version