Site icon অবিশ্বাস

বাউফলের একটি সংখ্যালঘু পরিবার ৪ মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে

এখানকার কালিশুরী ইউনিয়নের আড়াইনাও গ্রামের ডাঃ রমেণ মণ্ডল সন্ত্রাসীদের ভয়ে বাড়ি-ঘর ছেড়ে দীর্ঘ ৮ মাস পর্যন্ত স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ পালিয়ে বেড়াচ্ছেন। অজ্ঞাত স্থান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে প্রেরিত আবেদনের প্রেক্ষিতেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। আবেদনে সন্ত্রাসীদের নাম উল্লেখ রয়েছে। নৌকায় ভোট দেয়ার অপরাধে সন্ত্রাসীরা তার কাছে দাবীকৃত ১ লাখ টাকা না পেয়ে ৩ অক্টোবর তার স্ত্রী নিকাশা রাণীকে বেধড়ক মারধর করে। জাতীয় দৈনিকে এই পরিবারের উপর নির্যাতনের খবর প্রকাশিত হতে থাকলে পুলিশ সন্ত্রাসীদের কাছ থেকে লক্ষাধিক টাকার লুট করা মালের কিছু জব্দ করলেও সন্ত্রাসীদের গ্রেফতার করেনি। এমনকি থানায় মামলাও নেয়নি । বাউফল থানার নির্বাহী অফিসার জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডাঃ রমেনের আবেদনের কপি তিনি ১৫ দিন পূর্বে পেয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসি’র কাছে পাঠিয়েছেন।

দৈনিক ইত্তেফাক, ১৫ ফেব্রুয়ারি ২০০২

Exit mobile version