Site icon অবিশ্বাস

বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে কিশোর কারাগারে

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোরকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সাব্বির হোসেন মোড়েলগঞ্জ উপজেলার হোগলপাতি গ্রামের আবুল কালাম শেখের ছেলে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে, বিকালে আদালতে পাঠায়।

মোড়েলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) বিকেলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা করেন তার মা। মামলা দায়েরর পর শুক্রবার সকালে পুলিশ সাব্বিরকে আটক করে বিকালে আদালতে পাঠায়। বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বাংলা ট্রিবিউন

Exit mobile version