Site icon অবিশ্বাস

বাগেরহাটের রামপালে ছাত্রকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পেটালো মাদ্রাসা শিক্ষক

বাগেরহাটের রামপালে ছাত্রকে (১১) ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারধরের মামলায় সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি (৩০) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (২২ মার্চ) রাতে রামপাল উপজেলার শ্রিফলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি ওই মাদ্রাসার শিক্ষক এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইগাতি এলাকার হাসান আলীর ছেলে। অন্যদিকে, ঘটনার শিকার শিক্ষার্থী মাদ্রাসাটির নজরানা (মক্তব) বিভাগের ছাত্র।

মামলা সূত্রে জানা যায়, পড়া না পারায় গত রবিবার (২১ মার্চ) সকালে মাদ্রাসার ফ্যানের সঙ্গে ঝুলিয়ে এক ছাত্রকে (১১) মারধর করেন শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি। বিষয়টি জানাজানি হলে ওই দিন সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাবা রামপাল থানায় একটি মামলা দায়ের করেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দিন বলেন, “মাদ্রাসাশিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনিকে গ্রেফতার করা হয়েছে, তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”

ঢাকা ট্রিবিউন

 

Exit mobile version