Site icon অবিশ্বাস

বাগেরহাটের শরণখোলায় স্কুল ছাত্রী ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

শরণখোলায় এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাতে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। এছাড়া বুধবার (৩১ মার্চ) সকালে প্রধান আসামি সবুজ শেখকে গ্রেফতার এবং ধর্ষিতাকে মেডিক্যাল টেস্টের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ধর্ষিতাকে প্রতিবেশী লিটন শেখের পুত্র সুন্দরবন বগী ইসলামিয়া দাখিল মাদরাসার ১০ শ্রেণির ছাত্র সবুজ শেখ (১৫) তাকে বিভিন্ন সময় উত্যক্ত করতো। এক পর্যায়ে মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ছাত্রী মামা বাড়ি থেকে নানা বাড়ি ফেরার সময় সবুজ শেখ ও তার দুই বন্ধু মিলে রাস্তা থেকে জোরপূর্বক তাকে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে তার মামী ঘর থেকে বেরিয়ে এলে ধর্ষকরা দৌড়ে পালিয়ে যায়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় মেয়েটির মামা তাপস মণ্ডল বাদী হয়ে সবুজ শেখসহ অজ্ঞাত আরো দুই জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। বুধবার সকালে প্রধান আসামি সবুজ শেখকে গ্রেফতার করা হয়েছে এবং মেয়েটিকে পুলিশি হেফাজতে ডাক্তারি পরীক্ষা করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

পুলিশের হাতে আটক ধর্ষণে অভিযুক্ত সবুজ শেখ ।

ইত্তেফাক

Exit mobile version