বাগেরহাটের চিতলমারী উপজেলার উত্তর খলিশাখালী গুচ্ছগ্রামের এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। আহত দুলালী চক্রবর্ত্তীকে (৫৫) চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সোমবার (১৬ আগস্ট) উত্তর খলিশাখালী গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে, মায়ের ওপর হামলার বিচার চেয়ে হাসপাতাল, ইউএনও কার্যালায়, কখনো থানায়, কখনো সমাজপতিদের কাছে ছুটছেন মেয়ে তৃষ্ণা চক্রবর্ত্তী।
তৃষ্ণা চক্রবর্ত্তী জানান, আশ্রয়ণ প্রকল্পের নির্দিষ্ট সীমানার জায়গা দখলের ব্যাপারে ওই প্রভাবশালীর বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। সেই বিরোধের জের ধরে খলিশাখালী গ্রামের মৃত ধীরেন ঘরামীর ছেলে গোবিন্দ ঘরামীর নেতৃত্বে তার মাকে বিবস্ত্র করে পেটানোসহ নানাভাবে নির্যাতন করা হয়। ইউএনওকে জানানোর পর থানায় অভিযোগ করার পরেও প্রভাবশালী হামলাকারীরা প্রকাশ্যে নানা হুমকি দিচ্ছেন।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী জানান, সরকারি আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দাদের ওপর হামলা বা অত্যাচার করা অন্যায়। ওই নারীকে নির্যাতনের বিষয়ে পদক্ষেপ নিতে থানাকে বলা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান জানান, অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ গেছে। থানা পুলিশের কাছে অভিযোগ করায় বাদীকে হুমকি দেওয়ার বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।