Site icon অবিশ্বাস

বাগেরহাটে মৎস্য ঘের থেকে হিন্দু বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাগেরহাটের রামপাল উপজেলার একটি মাছের ঘের থেকে গৌর পাল (৭৬) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  

 

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার গিলাতলা গ্রামের পশ্চিমপাড়ার একটি ঘের থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে গবাদী পশুর জন্য ঘাস কাটতে গিয়ে আর ফিরে আসেননি ওই বৃদ্ধ। বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তার খোঁজ করতে করতে একটি ঘেরে ঘাস বোঝাই বস্তা দেখতে পায়। পরে ওই বৃদ্ধকে কোথাও না পেয়ে পানিতে ডুবে যাওয়ার সন্দেহে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। শুক্রবার দুপুরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পানির নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

নিহত গৌর পাল রামপাল উপজেলার গিলাতলা পশ্চিমপাড়ার বাসিন্দা।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ঘাস নিয়ে ফেরার পথে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় সৎকারের জন্য মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Exit mobile version