Site icon অবিশ্বাস

বাবুগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টিতে মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
 
শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনোয়ারা ওই এলাকার আব্দুল মালেকের স্ত্রী।
 
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, সন্ধ্যায় গৃহবধূ আনোয়ারা এখানকার রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তখন মোটরসাইকেলটিও পড়ে যায়। এতে গৃহবধূ এবং মোটরসাইকেলে থাকা দুই আরহী আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে আনোয়ারাকে মৃত ঘোষণা করেন।
 
Exit mobile version