Site icon অবিশ্বাস

বাসচাপায় কারখানা শ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসচাপায় রাসেল (২৪) নামের এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা-মংমনসিংহ মহাসড়কের বেরাইদেরচালা এলাকার আসপাডা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কড়ইতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর পৌর এলাকার প্যারামাউন্ট নামের গার্মেন্ট কারখানার কারিগরি বিভাগের শ্রমিক।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বলেন, বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে হাঁটছিলেন রাসেল। এ সময় ময়মনসিংহগামী একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এ ঘটনায় বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ভোরের কাগজ

Exit mobile version