Site icon অবিশ্বাস

বাসাইলে ট্রাকচাপায় নারী নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বালুভর্তি ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরো এক নারী।

রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. কাউছার মিয়া জানান, সকালে বাঐখোলা এলাকায় হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন দুই নারী। এসময় ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। এসময় আহত হন অপর এক নারী। আহত নারীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলা নিউজ

Exit mobile version