Site icon অবিশ্বাস

বাসের ছাদ থেকে পড়ে প্রাণ গেল ফেরিওয়ালার

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটকচর এলাকায় বাসের ছাদ থেকে পড়ে বিপুল বালা (৩৮) নামে এক ফেরিওয়ালা নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপুল বালা রাজৈর উপজেলার নয়াকান্দি বাজিতপুর গ্রামের বিজয় ভূষণ বালার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ফেরি করে চুড়ি-ফিতা বিক্রি করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে মাদারীপুরগামী লুনা পরিবহন নামে ওই বাসের ছাদে ছিলেন বিপুল বালা। বাসটি ঘটকচর এলাকায় আসলে ছাদ থেকে তিনি পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর হাসপাতালে আনার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, ঘটনাটি শুনেছি। তবে নিহতের পরিবার মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছে।

সময় নিউজ টিভি

Exit mobile version