Site icon অবিশ্বাস

বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত এক নারী যাত্রী

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার এলাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন বাসের এক নারী যাত্রী। এ সময় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইলের ট্রাফিক পুুলিশের সার্জেন্ট প্রনব কুমার সরকার বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী তালুকদার পরিবহনের একটি বাস এলেঙ্গায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী নিহত হয় এবং ৩ জন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সূত্র: বাংলাদেশ প্রেস

Exit mobile version