Site icon অবিশ্বাস

বাস-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পিতা ও পুত্রসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীরের বনচাকী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইখীরের বনচাকী মোড় এলাকায় ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী মালঞ্চ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ওই মোটর সাইকেলে তিনজন আরোহী ছিলেন।

নিহতরা হলেন, বাইখীর গ্রামের কাশেম মোল্লা, তার ছেলে বাইখীর বনচাকী সিনিয়র দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী সোহেল মোল্লা এবং কাশেমের ভাই আকু মোল্লা।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম শামীম জানান, দুর্ঘটনায় আকু মোল্লা ও সোহেল মোল্লা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত কাশেম মোল্লাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে মারা যান তিনি। ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

 

Exit mobile version