Site icon অবিশ্বাস

বিএনপির সন্ত্রাসীরা সংখ্যালঘুদের হুমকি দিলেও পুলিশ নিরব

সাবেক পাট প্রতিমন্ত্রী ও বানারীপাড়া স্বরূপকাঠি আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একে ফায়জুল হক অভিযোগ করেছেন, তার নির্বাচনী এলাকায় বিএনপি সন্ত্রাসীরা রাতের আঁধারে মুখোশ পরে সংখ্যালঘুদের এলাকায় সশস্ত্র মহড়া দিলেও প্রশাসন একদম নিরব। গত শনিবার বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, এলাকার পুলিশ প্রশাসনের প্রতি তার কোনই আস্থা নেই, সেনাবাহিনীর প্রতি আস্থা থাকলেও তারা দুর্গম এলাকায় না যাওয়ায় হুমকির সম্মুখীন ভোটাররা কোন সুফল পাচ্ছে না। বিশেষ করে সংখ্যালঘু ভোটাররা আদৌ ভোট দিতে যেতে পারবে কিনা সে বিষয়ে তিনি উদ্বিগ্ন।

ফায়জুল হক বলেন, আমাদের গণ মিছিলে হামলা, বাড়িঘরে হামলা ভাঙচুর, গুলি ও হুমকি প্রদর্শনের মাধ্যমে বিএনপি প্রার্থী সন্ত্রাসীরা এমন বেপরোয়া পরিস্থিতির সৃষ্টি করেছে এবং পুলিশ প্রশাসন এতটা লজ্জাজনকভাবে তাদের পক্ষ নিয়েছে যে, গণতন্ত্রে বিশ্বাসী না হলে আজই আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত ছিল।

প্রথম আলো, ১ অক্টোবর ২০০১
কৃতজ্ঞতা: শ্বেতপত্র-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন

Exit mobile version