Site icon অবিশ্বাস

বিক্রমপুর কেবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের উপর হামলা কলেজ বন্ধ ঘোষণা

মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা আওয়ামী লীগ সমর্থিত নিরীহ জনসাধারণ ও সংখ্যালঘুদের উপর হামলা, মারধর, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করিতেছে বলিয়া অভিযোগ পাওয়া গিয়াছে। সিরাজদিখানের ইছাপুরে বিক্রমপুর কেবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র ও উপাধ্যক্ষ গিয়াসউদ্দিনকে সন্ত্রাসীরা বেদম প্রহার করে এবং কলেজটির আসবাবপত্র ভাংচুর করে। এই ঘটনায় কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইয়াছে বলিয়া জানা যায়। এই সন্ত্রাসীরাই ইছাপুরা বাজারে শান্তি ঘোষের একটি মিষ্টির দোকান ভাংচুর ও মারপিট করিয়াছে এবং বাজারে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর ও লুটপাট করে বলিয়া জানা গিয়াছে।

দৈনিক ইত্তেফাক, ৬ অক্টোবর ২০০১

Exit mobile version