Site icon অবিশ্বাস

বেঁচে গেল দুই মেয়ে, মরে গেলেন মা

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কাঠবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কুলছুম বেগম (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কের সমিতি টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুলছুম বেগম বেলছড়ির ৮নং ওয়ার্ডের ছনখোলাপাড়ার মো. আইয়ুব আলীর স্ত্রী। তিনি স্বামী ও দুই মেয়েকে নিয়ে মাটিরাঙ্গায় ভাড়া বাড়িতে থাকতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে দুই কন্যা সন্তানসহ ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে মাটিরাঙ্গা থেকে বেলছড়িতে বাবার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন কুলছুম বেগম। সমিতি টিলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ট্রাককে সাইড দেয়ার সময় তিনি সন্তানসহ মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ভাগ্যক্রমে বেঁচে যায় তার কোলে থাকা দুই কন্যা সন্তান।

ভোরের কাগজ

Exit mobile version