Site icon অবিশ্বাস

বেগমগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ট্রাকের চাপায় আরেফিন তারেক (২৪) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৪ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। নিহত আরেফিন তারেক একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জোবেদার বাড়ির বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার রাতে গাবুয়া বাজারের নিজের ব্যবসা প্রতিষ্ঠান এস ট্রেডার্স বন্ধ করে মোটরসাইকেলে করে চৌমুহনী-মাইজদী সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন তারেক। পথে রাত ১টার দিকে গাবুয়া দক্ষিণ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় তারেক।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ইত্তেফাক

Exit mobile version