Site icon অবিশ্বাস

বেনাপোলের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বেনাপোলে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

০৬ অক্টোবর রবিবার সকালে পার্শ্ববর্তী কাগজপুকুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এর আগে ৫ অক্টোবর শনিবার ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার সংগ্রাম হোসেন (২৫) বেনাপোলের ভবেরবেড় গ্রামের মনির হোসেনের ছেলে ও বেনাপোল পৌর ছাত্রলীগের একজন সদস্য।

স্থানীয়দের বরাতে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, শনিবার ওই ছাত্রীকে সংগ্রামের বোন মুক্তা খাতুন ফুসলিয়ে বাড়িতে এনে তার ভাইসহ তাকে একটি কক্ষে ঢুকিয়ে তালাবদ্ধ করে দেয়। সেখানে সংগ্রাম তাকে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হয়ে গেলে সংগ্রাম পালিয়ে যায়। ঘটনার পরপরই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় ধর্ষকসহ তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে রবিবার সকালে কাগজপুকুর গ্রামে থেকে সংগ্রামকে গ্রেপ্তার করে।

ওসি মামুন খান জানান, ধর্ষিতাকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ইউএনবি

Exit mobile version