Site icon অবিশ্বাস

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলকায়েদার দুই সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আলকায়েদার দুই সদস্যকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার শাহবাজপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে ২টি উগ্রবাদী বই, উগ্রবাদী বইয়ের দুটি ফটোকপি, ৪টি লিফলেট, ২টি মোবাইল ফোন এবং মোবাইল মেসেজের ৩ পাতা ফটোকপি উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন শহাবাজপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে হাফেজ মো. ইয়াহিয়া (২২) এবং একই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. হুজাইফা সাদ (২০)।

শুক্রবার বিকালে র‌্যাবের আঞ্চলিক কার্যালয় কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আলকায়দার দুই সদস্যের কাছ থেকে উদ্ধার বইসহ সরঞ্জামবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা শুক্রবার ভোরে শাহবাজপুর গ্রামের দিঘির উত্তরপাড়ের বাসিন্দা গিয়াস উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

র‌্যাবের দাবি, গ্রেফতার দুজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আলকায়েদার সদস্য। তারা ছদ্মবেশে উগ্রবাদী বই ও লিফলেট প্রচারণা এবং মোবাইল ফোনে উগ্রবাদী প্রচারণাসহ বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংঘটনের জন্য অবস্থান করছিল।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আলকায়েদার সক্রিয় সদস্য হিসাবে পরিচয় দেয়। তারা বিভিন্ন কৌশলে বিভিন্ন এলাকা থেকে সদস্য সংগ্রহের কাজ করে। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলা ট্রিবিউন

Exit mobile version