Site icon অবিশ্বাস

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধর্ষণ শেষে হত্যার পর শিশুর লাশ বাঁশঝাড়ে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর জয়নাব বেগম (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম কুট্রাপাড়ার একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার আব্দুল হাফিজ মিয়ার মেয়ে ও স্থানীয় একটি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, বাড়িতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন হাফিজ মিয়া। গতকাল সোমবার রাত ৮টার দিকে পাশের বাড়িতে নলকূপ মেরামতের একটি যন্ত্র (রেঞ্জ) দিতে যায়। এরপরে রাতে আর বাড়ি ফিরেনি শিশুটি। রাত থেকে আশপাশের বাড়িঘর ও স্বজনদের বাড়িতে খুঁজে শিশু জয়নাবের সন্ধান মেলেনি।

তার সন্ধান পেতে পরিবারের লোকজন এলাকায় মাইকিং করেন। তারপরও শিশুটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরদিন মঙ্গলবার বিকেল ইছা মিয়ার বাড়ির এক নির্জন স্থানের বাঁশেঝাড়ে গিয়ে দেখেন শিশুটির লাশ পড়ে আছে। লাশের উপর দিয়ে পোকা-মাকড় হাঁটছে। শিশুটির পরনে সেলোয়ারটি না থাকায় সে বিবস্ত্র ছিল।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু জানান, বিবস্ত্র অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শিশুটিক হত্যা করা হয়েছে। তার গোপনাঙ্গে ও মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। ঘটনাটি খুব গুরুত্বের সাথে দেখছি।

পরিবর্তন

Exit mobile version