Site icon অবিশ্বাস

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় এএসআই হত্যা মামলার প্রধান আসামি মামুন মিয়া র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

 

সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের পাশে রোববার গভীর রাতে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানিয়েছেন।

শুক্রবার বিকালে চান্দপুর সেতুর কাছে সাদা পোশাকে আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন সদর থানার এএসআই আমির হোসেন। আর আহত হন এএসআই মনি শংকর। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

মামলার প্রধান আসামি করা হয় সদর উপজেলার চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মামুন মিয়াকে।

র‌্যাব কর্মকর্তা চন্দন দেবনাথ বলেন, “মামুনকে ধরতে র‌্যাবের একটি দল রাতে চান্দপুর বাজারে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মামুনের বাহিনী পাল্টা গুলি চালায়। তখন আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি চালায়। এ সময় মামুন আহত হন। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version