Site icon অবিশ্বাস

ভারতে আশ্রয় নিতে শুরু করেছে সংখ্যালঘুরাসাতক্ষীরা সীমান্ত থেকে ১৪৭ জন আটক

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে আতঙ্কিত হিন্দু সম্প্রদায়ের লোকজন ভারতে আশ্রয় নিতে শুরু করেছে। গত দু’দিনে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে নারী শিশু সহ ১৪৭ জনকে বিডিআর আটক করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে বিডিআর ২৯টি শিশু, ২৫ জন মহিলা ও ২৮জন পুরুষসহ ৮২ জনকে আটক করেছে। এদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। এদিন বিকেলে সদর উপজেলার ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত দিয়ে স্থানীয় ১২ জনকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিডিআর আটক করে। এদের মধ্যে ১টি শিশু, ৪জন মহিলা ও ৭ জন পুরুষ রয়েছে। এছাড়া শুক্রবার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে নারী শিশুসহ বিডিআর আরও ৫৩ জনকে আটক করেছে। আটকতদের নামে সংশ্লিষ্ট থানায় পাসপোর্ট আইনে পৃথক মামলা হয়েছে। একটি সূত্র জানায়, সম্প্রতি সংখ্যালঘুদের ওপর নির্যাতনে আতঙ্কিত হয়ে এরা ভারতে যাচ্ছিল। তবে থানায় আটক এদেরই কয়েকজন এ প্রতিনিধিকে জানায়, তারা ভারতে বেড়াতে বা চিকিৎসা করতে যাচ্ছে। তাদের চেহারায় আতঙ্কের ছাপ ছিল।

সংবাদ, ১৪ অক্টোবর ২০০১

Exit mobile version