Site icon অবিশ্বাস

ভোলার চরফ্যাসনে চকলেটর প্রলোভনে শিশু ধর্ষণের চেষ্টায় মামলা

ভোলার চরফ্যাসনের জিন্নাগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৪ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ছালামিন(২০) নামের এক বখাটে যুবককে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার(১৯মার্চ) দুপুরে শিশুকন্যার মা বাদি হয়ে চরফ্যাসন থানায় মামলাটি দায়ের করেন।
গত ১৬ মার্চ সকালে নিজ বাড়ির পাশের ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। আসামী ছালামিন একই বাড়ির জয়নাল আবেদীন ওরফে জনু হাওলাদারের ছেলে।
এজাহাওে সূত্রে বলা হয়, শিশুকন্যাটি বাড়ির অন্য শিশুদের সাথে বাগানে খেলতে গেলে চকলেট খাওয়ানোর প্রলোভনে ফেলে একই বাড়ির পাশের ঘরের ছালামিন শিশুকে বাগান সংলগ্ন তার বসত ঘরে নিয়ে যায়। এসময় শিশুটিকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করেন। ঘটনার সময় ঘরটিতে কেউ ছিলেন না। ভিক্টিম শিশুর চিৎকারে শিশুর মা সহ অন্যরা ছুটে এলে লম্পট ছালামিন কৌশলে পালিয়ে যায়।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) সামসুল আরেফিন জানান,শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় ছালামিন নামের এক যুবককে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেপ্তারে চেষ্টা চলছে।

যুব কণ্ঠ

Exit mobile version