Site icon অবিশ্বাস

ভোলার মনপুরায় মহাম্মদকে নিয়ে ফেসবুকে কটূক্তির গুজবের জেরে সংঘর্ষ, হিন্দু যুবক আটক

এতে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। কটূক্তির অভিযোগে হিন্দু ধর্মাবলম্বী যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ মে বৃহস্পতিবার মহাম্মদ ও বিবি আয়শাকে নিয়ে ফেসবুকে কটূক্তির গুজব ছড়ানো হয় শ্রীরাম নামক  এক স্থানীয় হিন্দু যুবকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে  স্থানীয় মুসল্লিদের উস্কানো হয় এবং ১৫ মে জুমার নামাজের পর একত্রিত হয়ে প্রতিবাদের নাম করে চৌমুহনী বাজারে ওই যুবকের দোকানে হামলা চালায়।

খবর পেয়ে পুলিশ ভাঙচুরে বাধা দিলে উত্তেজিত মুসল্লিরা পুলিশের ওপর চড়াও হয়। ঘণ্টাব্যাপী পুলিশ-মুসল্লি সংঘর্ষের পর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল চন্দ্র দাস ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ফেসবুকে মহানবী ও বিবি আয়েশাকে কটূক্তির অভিযোগে শ্রীরাম চন্দ্র দাসকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version