জিন্স প্যান্ট পরে মাদ্রাসায় আসায় ও চুল বড় রাখায় কয়েকজন ছাত্রের চুল কেটে দেন অধ্যক্ষ। আর এর প্রতিবাদে ওই সব ছাত্ররা মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করে টায়ারে আগুন লাগায়। এসময় অধ্যক্ষের অপসারণ দাবি করে বিক্ষোভকারীরা।
২৭ জুন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লালমোহন পৌর শহরের ইসলামিয়া কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
বিক্ষোভকালে মাদ্রাসা মাঠে থাকা একটি মোটরসাইকেলেও আগুন লাগাতে যায় বিক্ষোভকারী ছাত্ররা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোশারেফ হোসেন জানান, কিছু ছাত্র মাদ্রাসার ইউনিফর্ম পরে না। জিন্সের প্যান্ট পরে স্কুলে আসে। মাথার চুল বড় রাখে। এদের বারবার বলা সত্ত্বেও বিধি নিষেধ মানছে না। পরে কয়েকজন ছাত্রের চুল কেটে দেই। এতে ওইসব ছাত্ররা ভুল ব্যাখ্যা দিয়ে বিক্ষোভ করে।
বিক্ষোভকারী আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মো. ইমরান জানায়, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোশারেফ হোসেন শিক্ষার্থীদেরকে ছোট বড় ভুলে বিভিন্ন সময় লাঞ্ছিত করেন। অনেক শিক্ষার্থীদের চুল কেটে দিয়েছেন। আর এসব কারণেই শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণ চেয়ে বিক্ষোভ করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।