Site icon অবিশ্বাস

ভোলায় ধর্ষণ-অপহরণের অভিযোগে কারারক্ষীর বিরুদ্ধে মামলা

ধর্ষণ ও অপহরণের অভিযোগে ভোলা জেলা কারাগারের এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়।

 

আদালতের বিচারক আবু শামীম আজাদ মামলার অভিযোগ তদন্তের জন্য বরিশালের কোতায়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত কারারক্ষী সজিব হোসেন (২৩) বরিশালের বাকেরগঞ্জের টৈংরাখালীর নুরুল ইসলামের ছেলে সজিব হোসেন (২৩)।

বাকেরগঞ্জের বাসিন্দা মামলার বাদী অভিযোগে উল্লেখ করেন, এইচএসসি পড়াশোনা করাকালে আসামি সজিবের সঙ্গে তার পরিচয় হয়। চলতি বছরের ২৫ জানুয়ারি আসামি তার বোনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে বরিশাল নগরের আবাসিক হোটেল আলী ইন্টারন্যাশনালে নিয়ে যায় তাকে। সেখানে অবস্থানকালে ধর্ষণ শেষে তার বোন আসবে না জানিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর ফের বোনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ধর্ষণ করে।

এ ঘটনার পর চলতি বছরের ২৬ মার্চ নগরের প্যারারা রোডের একটি ডায়াগনস্টিক সেন্টারে বসে বাদীর অভিভাবকের উপস্থিতিতে কাজির মাধ্যমে ৫ লাখ টাকা দেনমোহরে আসামির বিয়ে হয়। বিয়ের পর পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন আসামি সজিব।

পরবর্তীতে গত ৩০ আগস্ট বাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পারেন সজিব তাকে তালাক দিয়েছেন।

বিয়ের আগে ভুল বুঝিয়ে দুই বার ধর্ষণ ও অপহরণের অভিযোগ এনে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Exit mobile version