Site icon অবিশ্বাস

ভোলায় ফেসবুকে নবীকে নিয়ে কথিত কটুক্তির গুজব, পুলিশ হেফাজতে হিন্দু সম্প্রদায়ের যুবক

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম বিপ্লব চন্দ্র শুভ নামক এক যুবকের ফেসবুক আইডি হ্যাক করে ধর্মানুভূতিতে আঘাতের গুজব ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক আক্রমণের পাঁয়তারা করছে ‘তৌহিদী জনতা’ নামক একটি চক্র। 

১৮ অক্টোবর সন্ধ্যায় আইডি হ্যাক হওয়ার বিষয়টি টের পেয়ে দ্রুত বোরহানউদ্দিন থানায় জিডি করতে ছুটে যায় বিপ্লব।  থানার পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব চন্দ্রকে আটক করে তাদের হেফাজতে রাখে।

এদিকে ১৯ অক্টোবর শনিবার সকালে এ ঘটনায় বিপ্লব চন্দ্র শুভ এর বিচার দাবি করে বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট বাজারে সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতার ব্যানারে মানববন্ধন করা হয়েছে। বোরহানউদ্দিন থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে তাওহীদি জনতা। তারা ঘটনার সত্যতা যাচাই করে বিপ্লব চন্দ্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতরাতে বিপ্লব চন্দ্র শুভ নিজের ইচ্ছায় আমাদের কাছে এসেছে। বর্তমানে সে আমাদের হেফাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক

Exit mobile version