টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নে প্রিন্স এডওয়ার্ড নামে এক আদিবাসী গণমাধ্যমকর্মীকে গাছে বেঁধে মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রহিম আহমেদের বিরুদ্ধে।
ইউপি চেয়ারম্যানের অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে ২২ আগস্ট রোববার একটি অনলাইন নিউজ পোর্টালের মধুপুর উপজেলা প্রতিনিধি প্রিন্স এডওয়ার্ড বিল এলাকায় গেলে তাকে আটকে রেখে মারপিট করা হয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রিন্স এডওয়ার্ড সংবাদ সংগ্রহের জন্য সকালে বিল এলাকায় এলে তাকে রহিম চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্য ও তার বাহিনী মিলে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করে। মধুপুর থানা অফিসার ইনচার্জ তারিক কামাল জানান, আমি খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। তাকে উদ্ধার করে নিয়ে এসেছি। এ ঘটনায় সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা রহিম চেয়ারম্যানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। তারা বেপরোয়া রহিম চেয়ারম্যান ও তার বাহিনীর শাস্তি কামনা করেছেন।