Site icon অবিশ্বাস

মহাদেবপুরে গৃহবধূকে বিবস্ত্র ও লাঞ্ছিত করার অভিযোগ পুলিশ মামলা গ্রহণ করেনি

মহাদেবপুর উপজেলায় প্রকাশ্যে এক আদিবাসী গৃহবধূকে বিবস্ত্রসহ লাঞ্ছিত ঘটনার ৫ দিন পরও পুলিশ মামলা গ্রহণ করেনি। লাঞ্ছিত গৃহবধূ কল্পনা রানী থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তাকে থানা থেকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মহাদেবপুর উপজেলার আলীপুর গ্রামের হারান চন্দ্র কুণ্ডুর সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে একই এলাকার একটি প্রভাবশালী পরিবারের বিরোধ চলছিল। এই ঘটনার জের ধরে গত ৭ এপ্রিল সকালে খালেক, লতিফ ও রফিক নামে ৩ ব্যক্তি হারান কুণ্ডুর বাড়িতে প্রবেশ করে গৃহস্থালি কাজে ব্যস্ত থাকা গৃহবধূ কল্পনা রানীর ওপর চড়াও হয়। এসময় হামলাকারীরা কল্পনা রানীর কাপড় খুলে তাকে বিবস্ত্র করে। কল্পনা রানীর আর্তচিৎকারে বাড়ির সন্নিকটে থাকা হারান কুণ্ডু স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করলে হামলাকারীরা তাকে বেদম প্রহার করে ফেলে রেখে যায়। আহত হারান কুণ্ডুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গৃহবধূ কল্পনা রানীকে লাঞ্ছিতসহ মহাদেবপুর থানা পুলিশের আচরণ এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এ ব্যাপারে একাধিকবার মহাদেবপুর থানায় যোগাযোগ করেও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি এবং উপস্থিত পুলিশ কর্মকর্তারা ঘটনাটি জানেন না বলে জানিয়েছেন।

সংবাদ, ১৭ এপ্রিল ২০০২

Exit mobile version