Site icon অবিশ্বাস

মাগুরার মহম্মদপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

মাগুরার মহম্মদপুরে নহাটায় মাদ্রাসা ছাত্রকে বলৎকার করে শিক্ষকের পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীসূত্রে জানাযায়, মহম্মদপুর উপজেলার নহাটার ইন্দ্রপুর হারেছিয়া এতিম খানার এক ছাত্রকে সোমবার রাতে নিজ কক্ষে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করে মাদরাসার শিক্ষক হাফেজ মো: শরিফুল ইসলাম। পরদিন ঐ ছাত্র পালিয়ে বাড়ীতে চলে গিয়ে বিষয়টি তার মা বাবাকে বলে দেয়। ছাত্রকে এতিম খানায় না দেখে বিষয়টি বুঝতে পেরে ঐ লম্পট শরিফুল পালিয়ে যায়,এর আগেও সে এ ধারনের কাজ করলেও এতিখানা স্বার্থে তা ধামাচাপা দেওয়া হয়। দুই সন্তানে জনক হাফেজ শরিফুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মৃত ফুলমিয়ার ছেলে। নহাটার পানিঘাটা গ্রামে বিয়ের সুবাদে এলাকার লোকজন তাকে এই এতিম খানায় বাচ্চাদের পড়ানোর জন্য নিয়োগ দেন। এতিম খানা মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন এমন কয়েকজন মুসল্লি জানান, মঙ্গলবার ফজরের নামাজ আমরা শরিফুলের ইমামতিতে আদায় করি, দুপুরে যোহরের নামাজ পড়তে গেলে তাকে আর পাওয়া যায়নি,পরে ছাত্রদের কাছ থেকে আমরা বিয়ষটি জানতে পারি। ভিকটিম শিশুটির মা অভিযোগ করেন- আমরা গরীব মানুষ, ঐ হুজুরের বিরুদ্ধে ভয়ে মামলা করতে পারছিনা, এলাকার লোকজন ও এতিমখানার কমিটির কাছে বিচার দিয়েছি তারা এখনও কোন বিচার করেনি বরং কমিটির কেউ কেউ উল্টে আমাদের গরম দেয়। আমরা ঐ বেয়াদবের কঠিন শাস্তি চাই। যাতে সে এমন জঘণ্য কাজ আর কারও সাথে করতে না পারে।

মাগুরা বার্তা

Exit mobile version