Site icon অবিশ্বাস

মাগুরায় ইউনিক পরিবহনের বাসের চাপায় নিহত ১

মাগুরায় ইউনিক পরিবহনের বাসের চাপায় এক মসজিদের মুয়াজ্জিন প্রাণ হারিয়েছেন। বুধবার(২০ মার্চ) দুপুরে মাগুরা-ফরিদপুর সড়কের পারনান্দুয়ালী বাস টার্মিনাল সংলগ্ন ৩নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুয়াজ্জিনের নাম সালাম মন্ডল। তিনি মাগুরা সদর উপজেলার লস্করপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন সালাম মন্ডল।

মাগুরার পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাগুরা-ফরিদপুর সড়কের পারনান্দুয়ালী বাস টার্মিনাল সংলগ্ন ৩নং ব্রিজ এলাকায় মুয়াজ্জিন সালাম মন্ডলকে চাপা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায় বাসটি। তখন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সালাম মন্ডল। ঘাতক বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বাসচালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।

জাগো নিউজ

Exit mobile version