Site icon অবিশ্বাস

মাগুরায় ধর্ষণের অভিযোগে প্রকৌশলী কারাগারে

মাগুরায় ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

১ জুন মঙ্গলবার মাগুরা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে নিলে আসামিকে কারাগারে পাঠায় বিচারক।

গ্রেপ্তার আসাদুজ্জামান (৫৫) মাগুরা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সাবেক সহকারী প্রকৌশলী। তিনি শহরের ভায়না এলাকার বাসিন্দা।

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, মামলার বাদী ওই গৃহবধূ অভিযোগ করেছেন তিনি আসাদুজ্জামানের বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন। গত রোববার সন্ধ্যায় রান্নায় সহযোগিতার কথা বলে আসাদুজ্জামান দ্বিতীয়তলায় তার ফ্লাটে তাকে ডেকে নিয়ে যান। এ সময় ফ্লাটে পরিবারের অন্য কেউ ছিলেন না।

ফ্লাটে যাওয়া মাত্রই ওই গৃহবধূকে এক কক্ষে আটকে জোরপূর্বক ধর্ষণ করেন আসাদুজ্জামান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার পরদিন সোমবার রাতে ওই গৃহবধূ মাগুরা সদর থানায় আসাদুজ্জামনকে আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version