Site icon অবিশ্বাস

মাগুরায় নিহত এক

সড়ক দুর্ঘটনা টাইমলাইন | অবিশ্বাস

মঙ্গলবার বিকেলে শহরের স্টেডিয়াম এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশুকন্যাটি সুস্থ আছে। ১০ মাস বয়সী শিশুকন্যাকে নিয়ে রেশমা শহরের পিটিআই পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার পরিবারের অন্য কারও খবর পাওয়া যায়নি।

মাগুরা সদর থানা পুলিশের ওসি সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে মা রেশমা খাতুন ১০ মাসের শিশুকন্যা জুঁইকে নিয়ে স্বামী রাব্বি ইসলামের সঙ্গে জেলখানায় দেখা করতে যান। শিশুটির বাবা রাব্বি ইসলাম কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বন্দি।

জেলগেট থেকে স্বামীর সঙ্গে দেখা করে ফেরার পথে বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওড়নার একপাশ ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে রেশমা খাতুন গুরুতর আহত হন। দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার কোলে থাকা শিশুকন্যার শরীরে কোনো আঁচড় লাগেনি। শিশুটি বর্তমানে মাগুরা সদর থানার এক নারী পুলিশ সদস্যের কাছে আছে। পরিবারের কোনো আত্মীয়-স্বজন না আসা পর্যন্ত শিশুটি পুলিশের দায়িত্বে থাকবে।

জাগো নিউজ

Exit mobile version