মাগুরার মহম্মদপুরে মসজিদে এতেকাফে বসা নিয়ে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে মসজিদের সভাপতি ও নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
২৪ মে শুক্রবার বিকালে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শুক্রবার উপজেলার মহেষপুর পশ্চিমপাড়া জামে মসজিদে এতেকাফে বসা নিয়ে মসজিদের সভাপতি আলি আফজাল ফকিরের সঙ্গে ইউপি মেম্বার নজিরের বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে এলাকায় এ ঘটনা ছড়িয়ে পড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহত আলামীন (২৪), ইমরান (৩২), আবু বক্কার মোল্যা (১৮), আলী আফজাল ফকির (৬৫), মহিউদ্দিন (২১), নাসরিন আক্তার (২০), বিল্লাল (১৭) ও আলেয়াকে (৫৫) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এলাকায় এখন পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।