Site icon অবিশ্বাস

মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মাগুরায় সদর উপজেলার বুজরুক শ্রীকুণ্ডি গ্রামের ফকিরপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আতিয়ার মৃধা (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মার্চ) বিকেলে তার মৃত্যু হয়। আতিয়ার একই এলাকার বেলায়েত মৃধার ছেলে।

এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে ফকিরপাড়া এলাকায় একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। বিকেলে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলা নিউজ

Exit mobile version